আর কাউকে ফ্রিতে গান দেব না

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ‘আত্মাসঙ্গী’ নিয়ে হাজির সংগীতশিল্পী লোপা হোসাইন। ব্যস্ততা রয়েছে সংবাদ পাঠ, প্রশিক্ষণ স্কুল ও নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদী

আত্মাসঙ্গী…

‘আত্মাসঙ্গী’ মূলত আমার একক অ্যালবাম। প্রকাশ করেছিলাম ৫ বছর আগে আমার প্রথম বিয়েবার্ষিকীতে। তখনই এই অ্যালবামের টাইটেল গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা করি। কিন্তু সংসার, দ্বিতীয় মাস্টার্সে ভর্তি, সংবাদ পাঠের ব্যস্ততা, অসুস্থতা- মোটামুটি নানা কারণে আর হয়ে ওঠেনি। এরপর তো কভিড চলে এলো। তারপরও কভিডের মধ্যে তিন দফা শ্যুটিং সিডিউল বদলেছি। বুঝতেই পারছেন, একটি ব্যস্ত টিমের সিডিউল একবার পেছালে তা আবার ম্যানেজ করা ভীষণ কষ্টকর। অবশেষে গত রমজানে গানটির ভিডিও করি। পহেলা বৈশাখেই বেলাল খানের সঙ্গে আমার ‘সোবহানাল্লাহ’ মিউজিক ভিডিওটি প্রকাশ হয়। দুটি ভিডিওই যেহেতু বড় বাজেটের, তাই একটু গ্যাপ রেখেই প্রকাশের ইচ্ছে ছিল। কোরবানির ঈদে প্রকাশ করার পরিকল্পনা করলেও পরে ভাবলাম ঈদে এমনিতেই অনেক গান আসে। তাছাড়া ঈদের কদিন পরেই আমার বিয়ের অর্ধ যুগপূর্তি। আর গানটিও স্বামী সিরাজুম মুনির আর আমার যৌথ প্রয়াস। তাই এই দিনেই গানটি প্রকাশ করেছি। গানের কথা ও সুর সিরাজুম মুনিরের, সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী, মডেল হয়েছেন ইমরান ও সুস্মিতা।

সাড়া…

গানটি আমার ইউটিউব চ্যানেল ‘লোপা হোসাইন’ থেকে প্রকাশ হয়েছে। একেবারেই নতুন চ্যানেল। সে হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি দিনকে দিন গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য আমি ধৈর্য ধরতে রাজি। ডলার খরচ করে কোনো ধরনের বুস্টিং করতে চাচ্ছি না। আমার ইচ্ছা, মানুষ আমার গানটি ভালোবেসেই দেখুক। এতে আমার চ্যানেলে অথেনটিক সাবস্ক্রাইবার হবে। আর দর্শকের মাঝে আমার গ্রহণযোগ্যতাটাও জানতে পারব। দিনশেষে যদি এক টাকাও আয় করি, সেটাই যেন পুরোটা আমার থাকে।

নিজস্ব চ্যানেলে গুরুত্ব…

মানুষ আসলে ঠকতে ঠকতে শেখে। গানের জগতে তো অনেক বছর হয়ে গেল। যে অভিজ্ঞতা হয়েছে, তাতে সিদ্ধান্ত নিতে শিখেছি যে, দরকার হয় ঘরে বসে থাকব, কিন্তু এখন থেকে আর কোনো গান কাউকে ফ্রিতে দেব না। নিজের চ্যানেলটিকে দাঁড় করাতে চেষ্টা করছি। আর আমি এও জানি, একদিনে লাভের মুখ দেখব না। যে কোনো চ্যানেলই প্রতিষ্ঠা পেতে অনেক সময় লাগে।

স্পটলাইট…

এখন বাংলা টিভিতে সিনিয়র সংবাদ পাঠক হিসেবে কাজ করছি। গান আর এই ব্যস্ততার পাশাপাশি নিকেতনে নিজের স্কুল ‘স্পটলাইট’ নিয়েও ব্যস্ততা রয়েছে। এতদিন এখানে সংবাদপাঠ, উপস্থাপনা, আরজে ও উচ্চারনের কোর্স হতো। তবে এখন থেকে অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স যুক্ত করছি। থাকবে নাচ, গান ও আবৃত্তি। সাধারণত গানের স্কুলে বৈঠকি আন্দাজে হারমোনিয়াম ও তবলা দিয়ে গান শেখানো হয়। আমরাও বেসিকটা সেভাবেই করব। কিন্তু অনেক সময় দেখা যায় একজন ছেলে বা মেয়ে গান শিখে এসেছে কিন্তু রেকর্ডিং কিংবা স্টেজে অনেক বাদ্যযন্ত্রের সঙ্গে গাইতে গিয়ে খেই হারিয়ে ফেলে। আমরা সেই বিষয়গুলোও হাতেকলমে শেখাব।