আজ জিম্বাবুয়েতে মোসাদ্দেকের নেতৃত্বে সিরিজ জয়ের লড়াই ; টাইগারদের সম্ভাব্য একাদশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : জিম্বাবুয়েতে মোসাদ্দেকের নেতৃত্বে আজ টি-টুয়েটি সিরিজ জয়ের লড়াই নামছে টাইগারেরা। বিসিবির বিশেষ নির্দেশনায় দলকে সাজানো হয়েছে আগের চেয়ে তুলনামূলক ফিট হিসেবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ; যারা জিতবে সিরিজ তাদেরই হবে।

সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়ে সফর থেকেই ছিটকে গেছেন এ সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। তার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে নতুন অধিনায়ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: রেজিস চাকাভা, ক্রেগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা ও তানাকা চিভাঙ্গা।