টেকনাফে ঝর্ণা চত্বর এলাকায় প্রধান সড়কের উপর মাছ-তরকারি বাজার, যানজটসহ নানা ভোগান্তি

: জয়নাল আবেদীন : টেকনাফ টুডে
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কক্সবাজারের টেকনাফে পৌর শহরের ঝর্না চত্বর প্রধান সড়কে সন্ধ্যার পর বসে মাছ ও তরকারি বাজার। নির্দিষ্ট বাজার থাকার পরেও অতিরিক্ত লাভে মাছ বিক্রির আশায় তারা সেখানে বসে বলে জানা যায়। দীর্ঘ যানযট থেকে শুরু করে ভোগান্তিতে সাধারণ মানুষ। টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উপর এহেন বাজারে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদেরকে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী কয়েকবার উচ্ছেদ করলেও ফের প্রতিদিন সড়কের উপর মাছ বিক্রি করছে। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে বাড়ছে স্বাস্থ ঝুঁকি ।

 

উপরের বাজারের একটি মাছ বাজার থাকলেও স্টেশন এলাকায় কোন স্থায়ী বাজার না থাকায় রাত হলে মানুষ আর পুরাতন ট্রান্সপোর্ট এলাকায় অস্থায়ী বাজারে যেতে চায় না।। মাছ ব্যবসায়ীদের দাবী প্রধান সড়ক সংলগ্ন বাস স্টেশন এলাকায় তাদেরকে একটি নির্দিষ্ট বাজার নির্মাণ করে দেওয়া হোক।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী আবদুর রহমান বলেন, বর্তমান বাজারটি সাবেক এমপি আবদুর রহমান বদি পৌরসভার অধীনে আমাদেরকে মাছ বিক্রি করার জন্য দিয়েছিলেন, এখনো পর্যন্ত স্থায়ীভাবে কোনো মাছ বাজার নেই। হোটেল নিউ গার্ডেনের সামনে বাজারে অনেক সময় চাঁদা নেওয়া হয়। লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা তারা বুঝতে চায় না। আমরা এর থেকে পরিত্রাণ চায়। আমরা নির্দিষ্ট মাছ বাজারে বসি সন্ধ্যায় কিছু মাছ রয়ে গেলে আমরা সেগুলো ঝর্ণা চত্বরে বিক্রি করি। স্টেশন থেকে একটু দূরে হওয়ায় মানুষ সহজে আসতে চায় না। মাছ ব্যবসায়ীদের স্বার্থে স্থায়ী বাজার করে দেওয়া হলে আমাদের আর কোথাও যেতে হবে না।

মাছ ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, ক্রেতাদের চাহিদার চেয়ে বাজারে মাছ বেশি আসে যার ফলে মাছ থেকে যায়। আমরা নির্দিষ্ট বাজারে মাছ বিক্রি করার চেষ্টা করি, কিন্তু সন্ধ্যার পর ক্রেতারা আসতে চায় না, আমাদের কাছে অবশিষ্ট যেসব মাছ থেকে যায় সেসব ঝর্না চত্বরে বিক্রি করতে পারি। ঝর্ণা চত্বরের পাশে জায়গা ছোট হওয়ায় সড়কের উপর বসতে হয়।

টেকনাফ বাস স্টেশন কাঁচা বাজার ক্ষুদ্র সমবায় সমিতির সহ-সভাপতি রফিক উল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন টেকনাফ বাস স্টেশনে অবৈধভাবে দোকান করেছিলাম যা সরকার উচ্ছেদ করেছে। অনেক টাকা খরচ করে বর্তমান বাজারটি ভাড়া নিয়ে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু স্থায়ী করা হয়নি, আমরা স্থায়ী বাজার চাই। কারণ, এই জমির মালিক যদি আমাদেরকে বাজার ছেড়ে দিতে বলে তাহলে বাজারটি ছেড়ে দিতে আমরা বাধ্য থাকবো।

টেকনাফ পৌরসভার বাসিন্দা জহির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের উপর মাছ বাজার দেখতেছি যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাদেরকে কয়েকবার উচ্ছেদ করা হলেও বারবার তারা সড়ক দখল করে মাছ বিক্রি করে। এটার স্থায়ী সমাধান হওয়া জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি আমাদের আওতার মধ্যে নয়, যদি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারটি উচ্ছেদ করার জন্য যায় তাহলে পুলিশ সাথে থাকবে।