বিশেষ প্রতিবেদক : টেকনাফে হোয়াইক্যংয়ের কাপড় ব্যবসায়ী অসুস্থ হয়ে রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা নুরুল আমিন সওদাগরের করোনা নেগেটিভ এসেছে। এরফলে উদ্বেগ উৎকণ্ঠায় থাকায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্থির নিঃশ্বাস ফেলেছে।
জানা যায়, ৩১মে বিকালে থাইংখালী ক্যাম্পের এমএসএফ হাসপাতাল সুত্র করোনা টেস্টের ফলাফলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৮মে রাতের দিকে উপজেলার হোয়াইক্যং উত্তর কাঞ্জর পাড়ার মৃত আবুল হোছাইনের পুত্র, দুই সন্তানের জনক ও হ্নীলা ষ্টেশনের হাজী আশরাফ আলী মার্কেটের তসলিমা ফ্যাশনের স্বত্তাধিকারী নুরুল আমিন (৩০) বুকের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত উখিয়া উপজেলার ১৭নং রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯মে রাতের প্রথম প্রহরে করোনার লক্ষণ নিয়ে ইন্তেকাল করেন। তখন হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের অবহিত করে মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। দুপুরে টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্রশীল একটি বিশেষ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং মৃত নুরুল আমিনের দাফন কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন।
এদিকে মৃত নুরুল আমিনের করোনা নেগেটিভ আসায় তার পরিবার মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং তার আত্নার শান্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। ###
