মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফে হ্নীলায় কম্পিউটারের দোকানে র্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ভাইকে আটক করে।
জানা যায়,১৪জুন বিকাল সাড়ে ৪টার দিকে ন র্যাব কক্সবাজার ক্যাম্পের মেজর রুহুল আমিনের নেতৃত্বে র্যাব সদস্যরা হ্নীলা মোলভী বাজার স্টেশনে আজিজ কম্পিউটার সার্ভিসিংয়ে অভিযান চালিয়ে দোকান মালিক হ্নীলা ফুলের ডেইল গ্রামের মো: সিরাজুল কবীরের পুত্র নুরুল আজিজ ও তার ভাই নুরুল মোস্তফাকে ২৫হাজার ৯শ ৪০পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।
র্যাব কক্সবাজার ক্যাম্পে ইনচার্জ মেজর রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
