হ্নীলায় রোহিঙ্গা ক্যাম্পে প্রচারনায় ওসি প্রদীপ : জীবনের মায়া থাকলে সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অপরাধ থেকে দূরে থাকুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : হ্নীলায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস ও মানব পাচার বিরোধী প্রচারণা চালিয়েছে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

৩১ আগষ্ট সকাল ১০টা হতে উপজেলার হ্নীলা লেদা, মোচনী, শালবন ও জাদিমোরা রোহিঙ্গা বস্তিতে ক্যাম্প চেয়ারম্যান, ব্লক মাঝি ও সাধারণ রোহিঙ্গাদের জড়ো করে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পথসভা করে প্রচারণা চালিয়েছে। তিনি বলেন, ওপারে আপনাদের নির্যাতনের কারণে বাংলাদেশ সরকার আপনাদের মানবিক আশ্রয় দিয়েছে। সেই কারণে বাংলাদেশের গ্রামের মানুষের সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

এই জন্য আপনাদের সন্ত্রাসী কর্মকান্ড, অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক চোরাচালান এবং মানব পাচার বন্ধ করতে হবে। আপনাদের কারণে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি এবং সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে কোন ধরনের অপরাধীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা। আইন-শৃংখলা বাহিনী সর্বশক্তি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে। সুতরাং শেষবারের মতো বিনয়ের সাথে আমি আপনাদের নিকট আহবান জানাচ্ছি জীবন, সংসার, ছেলে-মেয়ে ও স্বজনদের প্রতি দরদ থাকলে যে দেশে আশ্রয় পেয়েছেন সেই দেশের স্বার্থ বিরোধী কোন কাজে জড়াবেন না। এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। এরপর কেউ অপরাধে সম্পৃক্ত হলেও আমার আর বলার কিছু থাকবেনা বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। এসময় থানা পুলিশ টিমের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। ###