নুরুল করিম রাসেল :
টেকনাফ পৌরসভার ভেতরে থাকা সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৩ কি: মি: সড়কের ক্ষতবিক্ষত অংশ পৌরবাসীর দু:খ হিসাবে দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে পৌরসভার বাস টার্মিনাল হতে কুলাল পাড়া জীপ স্টেশন পর্যন্ত সড়কটি ক্ষতবিক্ষত ও ভংগুর অবস্থায় থাকায় পৌরবাসীসহ এই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগের সীমা নেই।
পৌরসভার ভেতরে হলেও পৌর কর্তৃপক্ষ বলছে সড়কটি সড়ক ও জনপদ বিভাগের হওয়ায় তারা কিছুই করতে পারছেন না।
অপরদিকে সড়ক বিভাগ কয়েকদিন পর পর কিছু ইট বালি দিয়ে জোড়াতালি দিয়ে যায় এর কয়েকদিন যেতে না যেতেই ফের সড়ক তার পূর্বের রুপ ফিরে পায়।
বিশেষ করে বাস স্টেশন ও টিএন্ডটি সড়কের অবস্থা সবচেয়ে নাজুক।
অথচ সাধারন মানুষের পাশাপাশি এই সড়ক দিয়ে প্রতিদিন হাসপাতাল গমনেচ্ছু মুমুর্ষ রোগী, স্কুল কলেজের শিক্ষাথীরাদের যাতায়াত হয়ে উঠে দুবিসহ।
আবার সড়কের ভাঙ্গাচোরা অবস্থার কারণে যানজট নিত্য নৈমত্যিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
এ থেকে পরিত্রাণের কোন উপায় দেখছে না কেউ।
অবশ্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন খুব শীগ্রই সড়ক মেরামতের কাজ হাতে নেওয়া হবে। দুই একদিনের মধ্যেই যা দৃশ্যমান হবে বলে জানালেন তিনি।
