র্যাব ফাইল ছবি
নুরুল করিম রাসেল, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় মাদক বিরুধী অভিযানে দুই র্যাব সদস্যের গুলিবিদ্ধের ঘটনায় আনোয়ার সাদেক (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহত আনোয়ার সাদেক দক্ষিণ লেদা এলাকার সফিউল্লার ছেলে ।
র্যাব-১৫ সূত্র সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার পশ্চিমে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ র্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।
মাদক বেচাকেনার গোপন সংবাদে র্যাব এর একটি দল সোমবার বিকালে অভিযানে গেলে র্যাবকে লক্ষ করে গুলি চালায় ডাকাতরা। এসময় দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হন। র্যাবও পাল্টা গুলিবর্ষণ করলে আনোয়ার সাদেক নামে এক ডাকাত সদস্য নিহত হন। এসময় ঘটনাস্থল হতে ইয়াবা ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। আহত র্যাব সদস্যদের প্রথমে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় সেখান থেকে তাদেরকে রামু সেনানিবাস হয়ে র্যাব এর হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
টেকনাফ মেরিন সিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান ‘বিকাল ৫টার দিকে র্যাবের গাড়িতে করে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে আনা হয়েছে। তাদের কোমরের পেছনে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।’
র্যাব আরো জানিয়েছে এর আগে গত শনিবার আনোয়ার সাদেক ও সনাইয়া নামে দুই ডাকাত স্থানীয় কমিউনিটি পুলিশ সদস্য শুক্কুরকে গুলিবর্ষন করলে সে দুরত্বের কারনে রক্ষা পায়। পরদিন শিয়াইল্যা ঘোনা এলাকায় জুয়া খেলার আসরে হানা দিলে তারা মোচনী পুলিশ ফাঁড়ীর সদস্যদের লক্ষ করে গুলি করে। সর্বশেষ তারা সোমবার বিকালে র্যাব সদস্যদের সাথে গুলাগুলিতে লিপ্ত হলে দুই র্যাব সদস্য আহত ও আনোয়ার সাদেক নিহত হন।
