টেকনাফ টুডে ডেস্ক : সীমান্ত জনপদ টেকনাফের বিভিন্ন পয়েন্ট হতে এখনো সর্বনাশা মাদক ইয়াবা পাচার থামছেনা। টেকনাফের দুই যুবক বিজিবি চেকপোস্টে ইয়াবা ও সিএনজিসহ আটক হয়েছে।
সুত্র জানায়,১৯ফেব্রæয়ারী দুপুর সাড়ে ১২ টারদিকে রেজুখাল যৌথ চেকপোস্টে দায়িত্বরত ৩৪বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকানো প্রায় ১০হাজার ইয়াবা ও সিএনজিসহ টেকনাফ সদরের উত্তর লেঙ্গুর বিলের মোঃ জহির আহমদের পুত্র মোঃ এনায়েত উল্লাহ (২০) এবং লম্বরীর মোঃ হোছাইনের পুত্র মোঃ আব্দুল আমিন (২০) কে আটক করে। এসময় তাদের ব্যবহৃত ২টি মুঠোফোন জব্দ করা হয়।
৩৪ বিজিবির উপপরিচালক মোঃ তাজমিলুর ইসলাম সংবাদকর্মীদের এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও সিএনজিসহ ধৃতদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
