টেকনাফ-মংডু ট্রানজিট যাতায়াত শুরু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
প্রতিকী ছবি

শামসুদ্দিন, টেকনাফ |
টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট যাতায়াত শুরু হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার টেকনাফ থেকে ৩৫ যাত্রী সকালে মিয়ানমারের মংডু গমন করে বিকালে ফিরে আসে। অপরদিকে মংডু থেকে ৯২ জন যাত্রী টেকনাফ থেকে ঘুরে যায়।
গত ৯ অক্টোবর রবিবার ভোরে মিয়ানমারের আরাকান রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু শহরে সন্ত্রাসী হামলায় ৯ বিজিবি সদস্য নিহত ও অস্ত্র লুটের ঘটনার পর থেকে বাংলাদেশ মিয়ানমার একদিনের ট্রানজিট জাতায়াত বন্ধ হয়ে পড়েছিলো।

এর আগে বুধবার মিয়ানমার থেকে ৯৬ জন এবং বৃহস্পতিবার ৮৩ মিয়ানমার নাগরিক টেকনাফ এসে বিকালে ফিরে যায় স্বদেশে।
টেকনাফ সদর বিওপির বিজিবি কম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।