টেকনাফে কৃষক দলের মাঝে ‘পাওয়ার থ্রেসার’ বিতরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে ৭টি কৃষক দলের মাঝে কৃষি যন্ত্রপাতি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১১টায় উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি টেকনাফ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্টানিকভাবে ৭টি কৃষক দলের মাঝে পাওয়ার থ্রেসার বিতরণ করেন।

টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাও: আজিজ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপুর্ণ চাকমা, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আলম বাহাদুর, পৌরসভা প্যানেল মেয়র-৩ ও মানবাধিকার কমিশনের আজীবন সদস্যা ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ দলের দলনেত্রী কহিনুর আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম, উপজেলা পরিষদ সিএ সৈয়দ হোসেন মামুন, রাজনৈতিক নেতাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে রবি ২০১৬-২০১৭ মৌসুমে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুস্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ৭টি কৃষক দলের মাঝে এই পাওয়ার থ্রেসার দেয়া হয়েছে। কৃষক দলগুলো হচ্ছে হোয়াইক্যং লম্বাঘুনা কৃষক দল, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কৃষক দল, টেকনাফ পৌর এলাকার পুরান পল্লানপাড়া-নাইট্যংপাড়া কৃষক দল, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া কৃষক দল, বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া কৃষক দল, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের দক্ষিণপাড়া কৃষক দল।