টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে পরিবহন শ্রমিকদের উপর হামলা, নগদ টাকা লুট

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

রাশেদ মাহমুদ রাসেল, টেকনাফ |
টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে পরিবহন শ্রমিকদের মারধর করে টিকেট বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধায় দমদমিয়া এলাকায় কেয়ারী সিন্দবাদ অফিসের সম্মুখ সড়কে এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে টেকনাফ থানায় অভিযোগ প্রদান করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর শুক্রবার সন্ধায় দুরপাল্লার বাস রিল্যাক্স ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মোঃ আলম ও হেলপার রুবেল উদ্দিন ও সালামত উল্লাহ সেন্টমার্টিন থেকে আগত পর্যটকদের বাসের টিকেট বিক্রি করছিল।
এসময় দমদমিয়া এলাকার সালামত উল্লাহর ছেলে মোঃ শহিদুল্লাহ কেয়ারী সিন্দবাদ ঘাটের সামনে টিকেট বিক্রি করলে প্রতি টিকেট পিছু তাকে পঞ্চাশ টাকা করে চাঁদা দাবী করে। এসময় শ্রমিকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শহিদুল্লাহ ও জসিমের নেতৃত্বে হামলা চালিয়ে শ্রমিকদের আহত করে তাদের কাছে থাকা টিকেট বিক্রির ৭হাজার ৭শ ৫০ টাকা ছিনিয়ে নেয় এবং সেখানে টিকেট বিক্রি করা যাবে না বলে শাসিয়ে দেয়।
এ ঘটনায় আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করে টেকনাফ থানায় অভিযোগ প্রদান করেন।
টেকনাফ থানার উপ পরিদর্শক মফিজুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।