‘৫০ পাক সেনার মাথা চাই’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন : পাকিস্তানি সেনাদের হামলায় নিহত হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হেড কনেস্টেবেল প্রেম সাগর ও নায়েব সুবেদার পরমজিৎ সিংহ।

এ ঘটনার পর প্রেম সাগরের মেয়ে সরোজ বাবা হত্যার বদলা হিসেবে ৫০ পাকিস্তানির মাথা দাবি করেছেন।

তিনি বলেন, ‘বাবার এই আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। মাথার বদলে মাথা। আমার বাবার বলিদানের বদলে ৫০ জন পাক সেনার মাথা চাই।’

সোমবার ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কৃষ্ণঘাঁটিতে নিয়ন্ত্রণরেখার কাছে পাক বাহিনীর হামলায় প্রেম সাগর এবং সেনা বাহিনীর ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিৎ সিংহ নিহত হন।

হত্যার পরে তাদের লাশ বিকৃত করা হয়ে বলে অভিযোগ ভারতের। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত।

এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নিহতদের পরিবারের সদস্যরা। তারা ঘটনার প্রতিশোধ নেয়ার দাবি জানিয়েছেন। এছাড়া ভারতজুড়েও প্রবল নিন্দার ঝড় উঠেছে।

এদিকে দুই জওয়ানের মুণ্ডুচ্ছেদের ঘটনায় পাক সেনাদের কড়া জবাব দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

পাক-ভারত তুমুল উত্তেজনার মধ্যেই মঙ্গলবার নিহত প্রেম সাগরের মেয়ে সরোজ বাবা হত্যার প্রতিশোধ দাবি করেছেন বলে তাকে উদ্ধৃত করেছে সংবাদ সংস্থা এএনআই।