হুমায়ূন রশিদ ; টেকনাফের হোয়াইক্যং এলাকায় র্যাব-১৫ এর সদস্য অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,১২নভেম্বর ভোররাত সাড়ে ৩টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদকদ্রব্য বহনের গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল উপজেলার হোয়াইক্যং ইউপির উনছিপ্রাং এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাকা রাস্তার পূর্ব পার্শ্বে স্থানীয় একটি কাঁকড়া ফিশিং এর সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে লম্বাবিলের আব্দুর রহমানের পুত্র জাফর আলম (৩৭) কে ১টি শপিং ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশীকালে তার ডান হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###