সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যান্পিয়ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে ১৭ পদাতিক ডিভিশন।

আজ রবিবার বিকালে কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশন সেনানিবাসে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় ইউপি সার্জেন্ট মোঃ কায়ছার হামিদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি (ই) মোঃ সুজন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে, রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোঃ ফখরুল আহ্সান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় কক্সবাজার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।