বার্তা পরিবেশক : সাবরাং বাজার ও হোয়াইক্যং নয়াপাড়ায় নৌকা প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। এতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
১১মার্চ বিকাল সাড়ে ৪টায় সাবরাং বাজারে নৌকা প্রতীকের আনুষ্ঠানিক অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক সভা স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা হাবিবুর রহমানের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, উপজেলা যুবরীগ নেতা নুরুল আমিন, সাবেক জেলা যুবলীগ নেতা নজির আহমদ সীমান্ত প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীককে জয়ী করতে উপস্থিত সকলের প্রতি এই আহবান জানানো হয়। এরপর পর তিনি সাবরাং ও টেকনাফের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এদিকে রাত ৮টায় হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী বাজারে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ, হ্নীলার বিশিষ্ট মুরুব্বী ফরিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক সেলিম সিকদার, আওয়ামী লীগ নেতা হারুন সিকদার, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা ওলামা লীগ সভাপতি ক্বারী ফরিদুল আলম, হোয়াইক্যং মডেল ইউপি মেম্বার শাহ আলম মেম্বার, গিয়াস উদ্দিন চৌধুরী, মাষ্টার জকরিয়া, মাষ্টর শাহ আলম প্রমুখ। উভয় স্থানে প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আলী নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।