সুসম্পর্কের জন্য যে অভ্যাস গুলো ক্ষতিকর

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফ টুডে ডেস্ক : প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ। পারস্পারিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্মানই পারে সম্পর্ককে অনেকদূর নিয়ে যেতে। আমাদের বিভিন্ন টক্সিক বা ক্ষতিকর অভ্যাস কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সম্পর্ক। এমনকি সম্পর্ক গড়াতে পারে বিচ্ছেদের দিকেও। অন্যকে নিয়ন্ত্রণ করার অভ্যাস কিংবা নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো অভ্যাস থাকলে সেটা বাদ দেওয়া জরুরি। জেনে নিন কোন কোন অভ্যাস দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

সম্পর্কের জন্য যে অভ্যাসগুলো ক্ষতিকর

সবসময় সঙ্গীকে কটাক্ষ করা

সঙ্গীর সব বিষয় সবসময় পছন্দ হবে এমন নয়। কিন্তু অপছন্দের বিষয় নিয়ে সবসময় কটাক্ষ করার অভ্যাস ভালো নয় সম্পর্কের জন্য। বিশেষ করে অন্যের সামনে। এতে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব আসতে থাকে। কোনও বিষয় পছন্দ না হলে সেটা নিয়ে সমালোচনা বা কটাক্ষ না করে একান্তে বুঝিয়ে বলুন সঙ্গীকে।

অন্যের সিদ্ধান্তকে শ্রদ্ধা না করা

অন্যের মত বা সিদ্ধান্ত আলাদা হতেই পারে। এটা মেনে না নিয়ে সঙ্গীকে অপমান করা কিংবা সিদ্ধান্ত বদল করার জন্য চাপ প্রয়োগ করা একেবারেই উচিত নয়। অন্যের ব্যক্তিগত জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করলে সেটা দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সঙ্গীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা

সবসময় নিজের মতকে প্রাধান্য দেওয়া, নিজের প্রয়োজন অনুযায়ী অন্যকে ব্যবহার করা বা নিয়ন্ত্রণ করা ভালো অভ্যাস নয়। এই ধরনের আচরণ এক সময় সঙ্গীকে দূরে সরে যেতে বাধ্য করে।

সন্দেহপ্রবণতা

সঙ্গীর সবকিছুতে সন্দেহ করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দিন। কারণ এই অভ্যাস একসময় সম্পর্ককে বিষিয়ে তুলবে। কোনও বিষয় নিয়ে আপত্তি থাকলে সেটা স্পষ্টভাবে সঙ্গীকে জানান। কিন্তু সন্দেহপ্রবণ হয়ে সম্পর্কের ক্ষতির কারণ হবেন না।

সঙ্গীকে সমর্থন না করা

প্রতিটি মানুষের জীবনের স্বপ্ন বা লক্ষ্য আলাদা হয়। সঙ্গীকে সব পরিস্থিতিতে সমর্থন করতে না পারলে সেই সম্পর্ক খুব বেশি দূর আগাতে পারে না।