শনিবার কক্সবাজার ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

অনলাইন ডেস্ক :

শনিবার ৩ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪১৬ জনের নমুনা টেস্ট করে ৪৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. অনুপম বড়ুয়া তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার শনাক্ত হওয়া ৪৯ জন করোনা রোগীর মধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ৪০ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ৩ জন, চকরিয়া উপজেলায় ২ জন এবং ১ জন রোহিঙ্গা শরনার্থী রোগী রয়েছে।

এনিয়ে, শনিবার ৩ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৬ হাজার ৬ শত ২৮ জন। এরমধ্যে, গত ২ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৪ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’২৮%।

এদিকে, গত শুক্রবার ২ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৭৮২ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৭’৮৭%। আক্রান্তদের মধ্যে গত শুক্রবার ২ এপ্রিল পর্যন্ত হোম আইসোলেসনে রয়েছেন ৬২৬ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ৮৫ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ২৬ জন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ৪ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ২ জন, ফ্রেন্ডশিপ SARI হাসপাতালে রয়েছেন ৮ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৩৪ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ১২ জন।