রঙ্গিখালী মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক টিপুর পিতার ইছালে ছওয়াব উপলক্ষ্যে স্টুডেন্ট ফোরামের কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা জসিম উদ্দিন টিপুর মরহুম পিতা হাজী শওকত আলী সওদাগরের ইছালে ছওয়াব উপলক্ষ্যে রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের আয়োজনে এক খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর (জুমাবার) ইছালে ছওয়াব উপলক্ষ্যে রঙ্গিখালী মাদ্রাসা মসজিদে খতমে কোরআনের অনুষ্ঠিত হয়। খতমে কোরআন শেষে মরহুমের আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুল হক। এতে উপস্থিত ছিলেন রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার সিনিয়র ক্বারী মাওলানা হাফিজ উদ্দীন কাদেরী, মরহুমের বড় সন্তান সাংবাদিক জসিম উদ্দিন টিপু, রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের সভাপতি কামাল উদ্দিন, সিঃ সহসভাপতি মোক্তার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ ইসমাঈল, দিল মোহাম্মদ, আক্তার হোছান, সেক্রেটারি শাখাওয়াত হোছাইন, সহসেক্রেটারি ওমর ফারুক, আবু রাশেল মিন্টু, মিসবাহ উল হক, সাংগঠননিক সম্পাদক জিয়াবুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাশেল উদ্দিন, অর্থ সম্পাদক মঈনুল ইসলাম, সহঅর্থ সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম, সহপ্রচার সম্পাদক সাদেক হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, অফিস সম্পাদক ইসমাঈল শাহেদ, সহঅফিস সম্পাদক আব্দুল হামিদ, সমাজসেবা সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মুহাম্মদ তৈয়ব প্রমুখ। দোয়া মাহফিল শেষে রঙ্গিখালী কেন্দ্রিয় গোরস্থানে গিয়ে মরহুমের আত্নার শান্তি কামনা করে জিয়ারত করা হয়।