মোদি ‌‘ফাদার অব ইন্ডিয়া’

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago
India's Prime Minister Narendra Modi hugs U.S. President Donald Trump as they give joint statements in the Rose Garden of the White House in Washington, U.S., June 26, 2017. REUTERS/Kevin Lamarque - RC1CDEF75340

টেকনাফ টুডে ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টনে গত রোববার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর দুদিন পর গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প। এদিন মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। একই সঙ্গে তাকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতীয় গণমাধ্যম জিনিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, রোববার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উজ্জ্বল উপস্থিতি ছিল। সেদিন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ৫০ হাজার প্রবাসী ভারতীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাম্প ও মোদি।

পরে অনুষ্ঠানে হাজির থাকার জন্য টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। টুইটে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে আপনার উপস্থিতি ভারত – মার্কিন সম্পর্কে দিন নির্ণায়ক মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আপনি ভারত ও ভারতীয়দের বলিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। আপনার উপস্থিতি ভারতীয় প্রতিনিধিত্বের প্রতি আপনার সম্মানের উদাহরণ।’

ওই সময় আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পকে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান মোদি।

মঙ্গলবার নিউইয়র্কে যেন ছিল হিউস্টোনের প্রশংসা ফিরিয়ে দেওয়ার পালা। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদিকে একের পর এক বিশেষণে ভরিয়ে দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উনি (প্রধানমন্ত্রী মোদি) একজন ভদ্রলোক ও মহান নেতা। আমার বেশ মনে আছে, যে আগে ভারতের অবস্থা ছিল খুবই খারাপ। সেখানে মানুষের মধ্যে অসন্তোষ-দ্বন্দ্ব ছিল কিন্তু মোদি সবাইকে একজোটে নিয়ে কাজ করে চলেছেন। বাবা যেমন সবাইকে আগলে একসঙ্গে নিয়ে চলে, মোদিও তাই করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলি।’

পাশাপাশি মোদির স্পিরিটের দরাজ সার্টিফিকেট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমার ডান দিকে যে ভদ্রলোক বসে রয়েছেন তাকে সবাই ভালোবাসে। উনি হলেন ভারতের এলভিস (এলভিস প্রেসলি)।’