টেকনাফ টুডে ডেস্ক : মেক্সিকোতে একটি মিনিবাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই শিশু।
আগুন ধরে যাওয়া মিনিবাসের মধ্যে অনেকেই আটকা পড়েছিল। এই দুর্ঘনায় আরও ১২ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সে সময় দ্রুত গতিতে আসা একটি মিনিবাস ট্রাকের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এরপরেই মিনিবাসে আগুন ধরে যায়। দেশটির জেলিসকো রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হেলিকপ্টারে করে রাজ্যের রাজধানী গুয়াদালাজারার একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জরুরি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ছুটির কাটানোর জন্য পুয়ের্তো ভালার্তায় যাচ্ছিল একটি পরিবার। তারা ওই মিনিবাসটি ভাড়া করে ঘুরতে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মিনিবাসটি দুর্ঘটনা কবলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটল।
মেক্সিকো ক্রিসমাসের মৌসুমে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। কারণ এ সময় রাস্তায় লোকজন ও যানবাহনের চলাচল অনেক বেড়ে যায়।