কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৯টি বন্দুক, ৩০ রাউন্ড তাজা গুলিসহ জুনু ডাকাত নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।
সোমবার রাত ৮টার দিকে মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতারে মাতারবাড়ির চালিয়াতলীতে অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে গুলিবর্ষণ করে ডাকাতদল। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টাব্যাপী থেমে থেমে চলে গুলিবিনিময়। পরে ডাকাতদল উপায় না দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতার করা হয়। এসময় আহত হন পুলিশের চার সদস্য। তাদেরকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৯টি দেশীয় বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার জুনুর বিরুদ্ধে মহেশখালী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে উল্লেখ করেন ওসি।