বৃত্তি পরীক্ষায় হ্নীলার মেধাবী ভাই-বোনের কৃতিত্ব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :: হ্নীলার দুই মেধাবী ভাই-বোন জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ-গ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল হতে ২য় শ্রেণীর তানিয়া তাসমি তহুরা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশ-গ্রহণ করে গত ২০জানুয়ারী প্রকাশিত ফলাফলে ২য় গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে ২০১৭ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলে হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল ফাস্ট হয়েছে। এছাড়া হ্নীলা আল ফালাহ একাডেমীর মেধাবী ছাত্র তকি আহমদ আন্ত: উপজেলা হ্নীলা গুহাফা এবং আন্ত: হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে পৃথকভাবে ১ম স্থান এবং ২য় স্থানে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া টেকনাফ ফাউন্ডেশন অব দ্যা রাইজিং হিউমিনিটি (এআরএইচ) বৃত্তি লাভ করেছে। তারা উভয়ে হ্নীলা পানখালীর ঐতিহ্যবাহী হাজী আব্দু শুক্কুর পরিবারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার, কোম্পানী তোফায়েল আহমদ-আকলিমা আক্তার লিমা দম্পতির ১ম সন্তান ও ২য় মেয়ে। তারা উভয়ে পালংখালীর নুরুল হুদা চৌধুরী মেম্বারের নাত-নাতিনী। এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবকসহ সকলের কাছে কৃতজ্ঞ। আগামীতে উভয়ে সকলের দোয়া প্রার্থী।