নিজস্ব প্রতিনিধি : নাইক্ষ্যংছড়িতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ছালেহ আহাম্মেদ সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো,শফি উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানা ওসি তদন্ত কানন,মুক্তিযুদ্ধা কমন্ডার মো,রাজা মিয়া,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা তোফাজ্জল হোসেন ভূঁইয়া,আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ডা: সিরাজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো,আব্দু সাত্তার, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী প্রমূখ।
এর আগে ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ,আনসার,ভিডিপি, বিভিন্ন কলেজ,প্রাথমিক,উচ্চ বিদ্যালয়ের বয়েজ স্কাউট,কাপ স্কাউট নিয়ে কুচকাওয়াজ ও সালাম গ্রহণের মধ্যদিয়ে বিভিন্ন ইভেন্টসে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। আলোচনা সভার শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।