বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া সীমান্তের কাছে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে।

বুধবার সীমান্ত অনুসন্ধানের সময় এ সুড়ঙ্গের সন্ধান পায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের জওয়ানরা। খবর এনডিটিভির।

বাংলাদেশের দিনাজপুর জেলার সঙ্গে এই চোপড়া সীমান্ত সংযুক্ত। বিএসএফের ধারণা, গরু পাচারকারীরাই এ সুড়ঙ্গ তৈরি করেছে।

এর আগে গত মার্চে বাংলাদেশ-ভারত সীমান্তের খুব কাছে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল বিএসএফ। মেঘালয়ের তুরা সেক্টরে পাহারা দেয়ার সময় গুজংপাড়ায় একটি পাহাড়ের ঢালে ২২ থেকে ২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গের হদিস পাওয়া যায়।

বিএসএফের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবী শরণ সিংহ জানান, গরু পাচারকারীরা কাটাতারের নিচে মাটির গভীরে এ সুড়ঙ্গ খুঁড়েছে।

সীমান্তের কাটাতারের বেড়া বাংলাদেশে পশু পাচারে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই এ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

ডিআইজি আরও জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি চা-বাগানের মধ্যে দিয়ে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হয়। এই সুড়ঙ্গের সন্ধার পাওয়ার পর সীমান্তে টহল আরও জোরালো করেছে বিএসএফ।

উল্লেখ্য, গত ২০ বছরে ভারত-পাকিস্তান সীমান্তে এ ধরণের সুড়ঙ্গপথ দিয়ে এসে ভারতীয় সেনাচৌকিতে ছয়বারের বেশি হামলার ঘটনা ঘটেছে। তাই এসব সুড়ঙ্গপথ বন্ধে নাজদারি জোরদার করেছে বিএসএফ।