বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠিত ; সভাপতি মোহাম্মদ তৈয়ব, সম্পাদক ইকবাল দরবেশী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি ২১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ২৮ জুলাই কক্সবাজার শহরের অভিজাত রেস্তোরার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির প্রেস বিষয়ক সম্পাদক মো.আবদুস ছালাম এর উপস্থিতিতে জেলা মৎস্যজীবি জেলে সমিতির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উলে­খিত জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব সভাপতি ও চকরিয়া উপজেলা মৎস্যজীবিলীগের সাবেক সভাপতি এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এদিকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি কক্সবাজার জেলা শাখার নতুন সভাপতি মোহাম্মদ তৈয়ব ও সাধারণ সম্পাদক ইকবাল দরবেশী তাদেরকে নির্বাচিত করায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলা সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলা শাখার সকলস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা অর্পিত দায়িত্ব পালনে আগামীতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির মাধ্যমে কক্সবাজার জেলার প্রতিটি জনপদে অবহেলিত দরিদ্র জেলে জনগোষ্টির জীবনমান ও ভাগ্য উন্নয়নে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। ###