প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে টেকনাফ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা সম্পন্ন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১২ মাস আগে

সাদ্দাম হোসাইন, হ্নীলা।
মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা আগামী ১১ই নভেম্বর পর্যটন নগরী কক্সবাজারে রেল লাইন, মহেশখালির মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় মেগা প্রকল্প উদ্বোধন করার লক্ষে কক্সবাজার আগমন ও শেখ হাসিনার জনসভায় যোগদান করতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, টেকনাফ উপজেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৮ নভেম্বর (বুধবার) বিকাল ৩টায় টেকনাফ পৌরসভার শাপলা চত্বরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আজম। তিনি বলেন- দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা করে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এজন্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপতৎপরতা চালাচ্ছে। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের নেতাকর্মীদের রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার দাঁত ভাঙা জবাব দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
এতে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ জয় বলেন- আগামী ১১ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রেল লাইন, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় মেগা প্রকল্প উদ্বোধন করতে কক্সবাজার আগমন করবেন। দেশরতœ শেখ হাসিনার কক্সবাজারে আগমন জেলাবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয়। দেশরতœ শেখ হাসিনা কক্সবাজারবাসীকে ভালোবাসেন বলেই উদার মনে কক্সবাজার জেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে বড় বড় মেগা প্রকল্প দিয়েছেন। তিনি মহেশখালির মাতারবাড়িতে শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে টেকনাফ উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীকে বিশাল বহর নিয়ে অংশগ্রহণের আহবান জানান।
টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ ইফতেখার, কক্সবাজার পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ সিআইপি, টেকনাফ উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, আবুল কালাম আবু, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক সৈয়দ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ূন কবির, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজু মেম্বার, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম শামশুল আলম, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাহেদ লিটন প্রমুখ।