পেকুয়া সমাজসেবা অফিসের সমাজকর্মী আমজাদের কান্ড ; প্রতিবেশির রাস্তা দখল

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : মো: আমজাদ হোসেন বাবু (৩৬)। পিতার নাম মরহুম সেলিম উল্লাহ। তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মিয়াজান পাড়া গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি সমাজসেবা অধিদপ্তরের অধীন পেকুয়া উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী পদে চাকুরীও করছেন। তার পদবী সমাজকর্মী হলেও তিনি করেন এর উল্টোটা। সমাজসেবায় চাকুরী করলেও তিনি সমাজ বিরোধী কর্মকান্ড, বিভিন্ন ভাতা প্রদানের তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম-দুর্নীতিসহ নানান অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে সমাজকর্মী আমজাদ হোসেন বাবু কোন অপরাধ কর্মকান্ডে লিপ্ত নাই বলে দাবি করেছেন।
সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে,কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মিয়াজান পাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী আমজাদ হোসেন বাবুর প্রতিবেশী ও তার মামা শাহাব উদ্দিনের পরিবারকে প্রায় সময় নানাভাবে হয়রানী করছেন। শাহাব উদ্দিন পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করার সুবাদে ২১ মে তার বসতবাড়ির ঘেরাবেড়া ভাংচুর ও তুলে নিয়ে চলাচলের পথ রুদ্ধ করে দেন আমজাদ বাবু। এদিকে বসত বাড়ির ঘেরাবেড়া ভাংচুর ও উপড়ে ফেলে বসত বাড়ির চলাচলের পথ রুদ্ধ করে দেওয়ার পেয়ে শাহাব উদ্দিন দম্পত্তি চট্টগ্রাম শহর থেকে গতকাল ২৫ মে গ্রামের বাড়িতে এসে দেখতে পান বসতবাড়িতে প্রবেশের পথ আটকে দিয়েছে আমজাদ বাবু। এছাড়াও চলতি বছরের জানুয়ারী মাসে শাহাব উদ্দিনের জমি দখল করে জোরপূর্বক একটি রাস্তাও তৈরী করেছে আমজাদ বাবু। মহাক্ষমতাধর ও সাবেক যুবদল নেতা আমজাদ বাবুর এহেন কর্মকান্ডে অসহায় হয়ে পড়েছে শাহাব উদ্দিনের পরিবার।
ভূক্তভোগী শাহাব উদ্দিন এ প্রতিনিধিকে জানান, সমাজসেবা অফিসে নিজ উপজেলায় চাকুরীর সুবাধে নিজেকে মহাক্ষমতাধর মনে করেন আমজাদ বাবু। তার কাছ আমরা অসহায় হয়ে পড়েছি। গত ২১ মে রাতের আঁধারে আমার বসবাড়ির ঘেরাবেড়া ভাংচুর করেছে। কিছু ফলজ গাছও কেটে ফেলেছে। আমাদের বাড়ির প্রবেশের পথও রুদ্ধ করে দিয়েছে। আমরা এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্টু বিচারসহ সমাসেবার কর্মচারী আমজাদ হোসেন বাবুর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
ঘটনার ব্যাপারে জানতে পেকুয়া উপজেলা সমাজসেবা অফিসে ইউনিয়ন সমাজকর্মী পদে কর্মরত আমজাদ বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, শাহাব উদ্দিনের বসতবাড়ির ঘেরাবেড়া তিনি ভাংচুর করেননি। তার বিরুদ্ধে এসব মিথ্যাচার করছেন তার মামা শাহাব উদ্দিন।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সমাজকর্মী আমজাদ বাবুর নেতৃত্বে একদল দুর্বূত্ত শাহাব উদ্দিনের বসতঘরের ঘেরাবেড়া উপড়ে পেলে বাড়িতে প্রবেশের পথ রুদ্ধ করেছেন। এখন আমজাদ বাবু নিজের অপরাধ কর্ম আড়াল করতে ঘটনার অস্বীকার করছেন।##