টেকনাফ টুডে ডেস্ক : চ্যালেঞ্জিং রান তাড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা গড়তে পারেননি তেমন কোনো জুটি। সাকিব আল হাসান ছাড়া আর কেউ পারেননি দায়িত্ব নিয়ে এগিয়ে নিতে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিংকে গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানকে ৯৪ রানের জয় এনে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩১৫/৯ (ফখর ১৩, ইমাম ১০০, বাবর ৯৬, হাফিজ ২৭, হারিস ৬, ইমাদ ৪৩, সরফরাজ ৩*, ওয়াহাব ২, শাদাব ১, আমির ৮, শাহিন ০*, মিরাজ ১০-০-৩০-১, সাইফ ৯-০-৭৭-৩, মুস্তাফিজ ১০-০-৭৫-৫, মাশরাফি ৭-০-৪৬-০, সাকিব ১০-০-৫৭-০, মোসাদ্দেক ৪-০-২৭-০)।
বাংলাদেশ: ৪৪.১ ওভারে ২২১ (তামিম ৮, সৌম্য ২২, সাকিব ৬৪, মুশফিক ১৬, লিটন ৩২, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ১৬, সাইফ ০, মিরাজ ৬*, মাশরাফি ১৫, মুস্তাফিজ ১; হাফিজ ৬-১-৩২-০, আমির ৭-০-৩১-১, শাহিন ৯.১-০-৩৫-৬, ওয়াহাব ৭-০-৩৩-১, ইমাদ ৬-০-২৬-০, শাদাব ৯-০-৫৯-২)।
ফল: পাকিস্তান ৯৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শাহিন শাহ আফ্রিদি