নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এলো মহিষের পাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

হুমায়ুন রশিদ, টেকনাফ ।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এলো একটি মহিষের পাল। আজ শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটিকে নাফ নদী সাঁতরে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা। এসময় স্থানীয়দের সহায়তায় মহিষের পালটিকে এক স্থানে একত্রিত করে রাখা হয়। মহিষের পালটিতে ছোট বড় ১৯টি মহিষ রয়েছে।

জাদিমুড়া এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, নাফ নদী দিয়ে সাঁতরে মহিষগুলোকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের সহযোগীতা চান। এসময় স্থানীয় লোকজন মহিষগুলোকে একত্রিত করে রাখেন ।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খোঁজ খবর করেও মহিষ গুলোর কোন মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মিয়ানমার থেকে নদী সাঁতরে মহিষের পালটি এইপারে চলে এসেছে।

জব্দ মহিষের পালটিকে টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগে গেল বছর নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এসেছিল দুটি হাতি। সেসময় হাতি দুটিকে বনে ঢুকিয়ে দেয় বনবিভাগ।