টেকনাফ বাহারছড়ায় সুপারি চোর সন্দেহে প্রতিবেশীর হামলায় মহিলাসহ আহত-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া পুরান পাড়া সুপারি চুরির সন্দেহের জের ধরে অতর্কিতভাবে প্রতিবেশীর হামলায় একই পরিবারের মহিলাসহ
দুজন গুরুতর আহত হয়েছে।

জানা যায়,শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় বাহারছড়া পুরান পাড়া আজিজ উদ্দিনের পুত্র গুরা মিয়া প্রকাশ ঘুরাইরা চুরের নেতৃত্ব তার ভাগিনাদের অর্তকিত হামলায় একই এলাকার লাল মিয়ার পুত্র মোস্তাক আহমেদ ও মোহাম্মদ হোসেনের মেয়ে ছেনোয়ারা বেগম গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পরিবারের সদস্যরা শামলাপুর বেসরকারি এনজিও সংস্থা মোয়াস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ছেনোয়ার বেগমের বাম হাতে দা’য়ের কুপের আঘাত রয়েছে আর মোস্তাকের হাতের কনুই ভেঙে গেছে বলে জানান তার পরিবার।

আহতের ভাই মোহাম্মদ মুফিজ জানান,”গুরা মিয়ার পরিবারের সঙ্গে আমাদের একটা জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তার জের ধরে আজ সকালে সুপারি বিক্রি করতে গেলে বিক্রিত সুপারির মধ্যে পাশ্ববর্তী হাসানের বাড়ির বাগানের সুপারি রয়েছে বলে সন্দেহ করে। পরে সন্ধ্যায় বাড়িতে এসে মহিলাসহ পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে।এনিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি”।

এদিকে ঘটনাস্থলে র‌্যাব-১৫ এর একটি দল বিষয়টি তদন্ত করছেন।