টেকনাফে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সারাদেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার বেলা ১২ টায় পৌরসভার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক শত নেতাকর্মী অংশ নেয়। সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাতের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের পরিকল্পিত জঙ্গিবাদের মোড়কে চালানো সন্ত্রাস অবিলম্বে বন্ধের আহবান জানান অন্যথায় ছাত্রলীগ নেতাকর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।