হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৬হাজার ইয়াবা, সাড়ে ৭কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডেল নিয়ে রোহিঙ্গা ভাই-বোনসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১৩ নভেম্বর (সোমবার) রাত ৭টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিএসসি-১) এর চৌকস একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ায় ভাড়া বাসায় অবস্থানরত মোচনী নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের সি-বøকের বাসিন্দা (এফডিএমএন) নুরুল হকের ছেলে আব্দুল আজিজ (২০) এবং নুর আনকিস (৩০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসত-ঘর তল্লাশী করে তাদের হেফাজত হতে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়ন পশ্চিম কচুবনিয়ার প্রবাসী জাহাঙ্গীর আলম তথা আলমরি জান প্রকাশ রুপার বসত-বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর সময় কক্সবাজার ঈদগাঁও উপজেলার পূর্ব নয়াপাড়ায় বসবাসরত টেকনাফ ছোট হাবিব পাড়ার নুরুল আবছার মায়ার স্ত্রী ছেনুয়ারা বেগম (৪২) এবং টেকনাফ পৌর এলাকার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ার প্রবাসী বর্তমানে সদর ইউপির পশ্চিম কচুবনিয়ায় বসবাসরত জাহাঙ্গীর আলমের স্ত্রী আলমরি জান প্রকাশ রুপা (৩৩) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক মাদক কারবারীদ্বয়ের দেহ ও ঘর তল্লাশী করে রুপার বসত ঘরের টেবিলের নিচে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর হতে সাড়ে ৭ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডেলসহ ধৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###