হুমায়ূন রশিদ / রহমত উল্লাহ : টেকনাফে র্যাব-৭ এর সদস্যরা ফের অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকানো মাটির নীচ ও বাথরোমের স্লাবের তলদেশ হতে ২লাখ ৬৩হাজার ৯শ ৮০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান,২৯ জানুয়ারি (শুক্রবার) রাতের প্রথম প্রহরের দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ টিম মাদক মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হাবিরপাড়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমানের পুত্র আব্দুল হামিদ (২৬) এবং গোদারবিলের মৃত নজির আহমদের পুত্র মোঃ আব্দুর রশিদ (৩৬) কে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঘরের সামনে আম গাছের নিচে মাটি খুঁড়ে বিশেষ কায়দায় লুকানো ১লাখ ৩৭হাজার ৯শ পিস ইয়াবা এবং রশিদের বোন জামাইয়ের ও আব্দুর রশিদের বোন জামাইর গোসলখানার স্লাবের নিচে কৌশলে লুকানো ১লাখ ২৬হাজার ৮০পিস ইয়াবাসহ সর্বমোট ১৩কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ২লাখ ৬৩হাজার ৯শ ৮০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার নিশ্চিত করেন।
এদিকে টেকনাফে মাদক অভিযান কিছুটা শিথিল হওয়ায় ইয়াবা গডফাদারেরা মাদকের বড় ধরনের চালান খালাস করে মওজুদের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। টেকনাফের আইন-শৃংখলা বাহিনীকে ডিঙ্গিয়ে র্যাব-৭ এর বড় ধরনের পৃথক অভিযানে দুইটি অভিযানে ইয়াবাসহ আটকের ঘটনা প্রশংসা কুড়িয়েছে। ###