টেকনাফে মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত যুবকের ম-রদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

আনোয়ার হোসেন, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শামলাপুর গুচ্ছ গ্রামের পশ্চিম পাশ্বে সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর ) সকাল ১০ টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গুচ্ছ গ্রামের পশ্চিম পাশ্বে সৈকতে মাটিতে পুঁতে থাকা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইন্সপেক্টর মছিউর রহমান। তিনি জানান, স্থানীয়রা শামলাপুর গুচ্ছ গ্রামের পশ্চিমে সমুদ্র সৈকতের বালুতে লাশের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে। ইন্সপেক্টর মছিউর রহমান আরও জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।