টেকনাফে বিদেশী ম*দ ও বি*য়া*র*সহ আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও বিয়ারসহ ১জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ১জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়, ১৩ এপ্রিল রাত পৌনে ৩টায় কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হলেও মোঃ হাসান প্রকাশ লেডুর পুত্র রবিউল আলম (১৯) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা হতে ৮৫ বোতল বিদেশী মদ এবং ৯শ ৮৭ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###