হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে অর্ধলক্ষ ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,২১ নভেম্বর ভোর সাড়ে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খয়রাতিপাড়ার জনৈক আব্দুল গফুরের বসত-ঘরে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টাকালে মৃত হাবিবুর রহমানের পুত্র আব্দুল গফুর (৫২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক মাদক কারবারীর দেহ ও বসত-ঘর তল্লাশী করে তার ঘরের উত্তর পাশের কক্ষে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো রংয়ের পলি ব্যাগের ভিতর হতে ৫০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###