হুমায়ূন রশিদ : কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন টেকনাফে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন,রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ জনসাধারণের মধ্যে গ্যাস বিতরণ ও নতুন ঘর হস্তান্তর এবং টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে কার্য্যক্রম ঘুরে-ফিরে দেখে দিনব্যাপী কর্মব্যস্থ সময় অতিবাহিত করেছেন।
২ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উপজেলার হোয়াইক্যং কাঞ্জর পাড়া হাইস্কুলে ইউএনএইচসিআরের সহায়তায় এবং ব্র্যাক কর্তৃক নির্মিত শ্রেণী কক্ষ ও ওয়াস বøক উদ্বোধন উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সকাল ১১টায় একই প্রকল্পের আওতায় হ্নীলা মৌলভী বাজার জুনিয়র হাইস্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে অপর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর উক্ত স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। দুপুর ১২টারদিকে জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য নির্মিত ঘর দক্ষিণ জাদিমোরার গবী সোলতানের পুত্র রবিউল ও নুর আলমকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এরপর টেকনাফ উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ হোস্ট কমিউনিটির ২০ হাজার পরিবারের মধ্যে গ্যাস সিলিন্ডার ও উন্নত চুলা বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন।
পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইএনএইচসিআরের হেড অব অপারেশন মিষ্টার মেরিন ডিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান,ইউএনএইচসিআরের কাজুমা কাই,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মৌঃ ফেরদৌস আহমদ জমিরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ব্র্যাকের সুব্রত রায় ও হোয়াইক্যং ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার প্রমুখ।
বিকাল জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, স্থানীয় সাংসদ শাহীন আক্তার চৌধুরী, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানসহ স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তিনি স্থলবন্দরের সার্বিক কার্য্যক্রম ও রাজস্ব আদায়ের ব্যাপারে খোঁজ-খবর নেন। তিনি জেটিঘাট ও ওয়্যার হাউস পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলে শুল্কমুক্ত পেয়াঁজ আমদানীর ব্যাপারে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন। বিকালে তিনি মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।