ফরিদুল আলম : টেকনাফ মডেল থানা পুলিশ বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৫ সেপ্টেম্বর রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এখলাস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকানো ১০হাজার পিস ইয়াবাসহ এখলাস মিয়ার পুত্র আব্দু রাজ্জাক (২৮) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ###
