টেকনাফে অবৈধ অ*স্ত্র ও কা*র্তু*জসহ আটক-১

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বুলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১৩ নভেম্বর দুপুর পৌনে ২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীয়া পাড়ায় আব্দুল হাকিমের বসত বাড়িতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আব্দুল হাকিমের পুত্র কামাল হোছন (৩১) কে গ্রেফতার করে। এসময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসত-ঘর তল্লাশী করে তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী অবৈধ একনলা বন্দুক এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়। রেকর্ডপত্র গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় ১টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###