জাবেদ আঁরার ফোয়া, আঁরা জাবেদ-রে ভোট ন দি হা-রে দিয়্যুম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নুরুল করিম রাসেল : আসন্ন উপজেলা নির্বাচনে টেকনাফে ভাইস চেয়ারম্যান প্রাথী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর পালকি প্রতিকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

টেকনাফের সকল শ্রেনী-পেশা ও তরুন-প্রবীণ ভোটাররা পালকির সমর্থনে প্রচার প্রচারনায় মাঠ সরগরম করে রেখেছেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৪ মার্চ টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্রডের আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকের নেতৃত্বে পৌরসভার সবস্তরের মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রাথী জাবেদ ইকবাল চৌধুরীকে সাথে নিয়ে পৌরসভার প্রধান সড়ক অলিগলি গনসংযোগ করেন।
54175302 591604871313530 9158823853831487488 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় সর্বস্তরের মানুষের স্বতস্ফুত অংশগ্রহনের গনসংযোগটি গনমিছিলে পরিনত হয়।

বয়স্ক অনেক ভোটারের মুখে এসময় বলতে শুনা যায় জাবেদ আঁরার ফোয়া, আঁরা জাবেদরে ভোট ন দি হাঁ-রে দিয়্যুম। সুখে দু:খে আঁরা সবসময় জাবেদরে কাছে পাই।

53717319 366115460652400 8224130797175570432 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

প্রসঙ্গত আগামী ২৪ মাচ টেকনাফ উপজেলা নিবাচন। এতে ৩জন চেয়ারম্যান, ৮জন ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।

এতে টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী পালকি প্রতিক নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্রানন পদে প্রতিদ্বন্ধিতা করছেন।