নুরুল করিম রাসেল : আসন্ন উপজেলা নির্বাচনে টেকনাফে ভাইস চেয়ারম্যান প্রাথী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর পালকি প্রতিকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
টেকনাফের সকল শ্রেনী-পেশা ও তরুন-প্রবীণ ভোটাররা পালকির সমর্থনে প্রচার প্রচারনায় মাঠ সরগরম করে রেখেছেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৪ মার্চ টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্রডের আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকের নেতৃত্বে পৌরসভার সবস্তরের মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রাথী জাবেদ ইকবাল চৌধুরীকে সাথে নিয়ে পৌরসভার প্রধান সড়ক অলিগলি গনসংযোগ করেন।
এসময় সর্বস্তরের মানুষের স্বতস্ফুত অংশগ্রহনের গনসংযোগটি গনমিছিলে পরিনত হয়।
বয়স্ক অনেক ভোটারের মুখে এসময় বলতে শুনা যায় জাবেদ আঁরার ফোয়া, আঁরা জাবেদরে ভোট ন দি হাঁ-রে দিয়্যুম। সুখে দু:খে আঁরা সবসময় জাবেদরে কাছে পাই।
প্রসঙ্গত আগামী ২৪ মাচ টেকনাফ উপজেলা নিবাচন। এতে ৩জন চেয়ারম্যান, ৮জন ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।
এতে টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী পালকি প্রতিক নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্রানন পদে প্রতিদ্বন্ধিতা করছেন।