চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মহাসড়কে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন এবং একজন গুরতর আহত হয়েছেন। নিহত ৪ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তার নাম হারুনুর রশিদ। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র এবং আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা।

আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। চমেকে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।