চকরিয়া জমজম হাসপাতালের উদ্যোগে টেকনাফে রোহিঙ্গা শরণার্থীর মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি চিকিৎসা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া:গতকাল ৩০সেপ্টেম্বর শনিবার চকরিয়া জমজম হাসপাতালের উদ্যোগে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল শরণার্থী ক্যাম্পে ১১শ পরিবারকে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। একই সাথে হাসপাতালের ৬জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ৩টি মেডিকেল টিম পালংখালীর দক্ষিণ সীমানায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সারাদিন ৭শত রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। এসময় চিকিৎসার জন্য আগত রোগীদের সব ধরণের ঔষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
এদিন সকাল ৮টায় জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির এর তত্ত্বাবধানে ৩টি গাড়ীতে ৬জন বিশেষজ্ঞ ডাক্তারসহ কয়েকজন পরিচালক ও মোট ৩০ জন কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে গঠিত টিম চকরিয়া হতে রওয়ানা দিয়ে দুপুর সাড়ে ১১টায় টেকনাফের চাকমারকুল শরণার্থী ক্যাম্পে পৌঁছে। প্রশাসনের অনুমতি নিয়ে ক্যাম্প ইনচার্জ মেজর তাইজুলের সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পের প্রায় ১১শ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফয়জুর রহমান, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হুমায়ুন কবির, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাঃ আমির হোছাইন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ মো: মহিউদ্দিন, ডাঃ মো: ইউছুপ ৩টি মেডিকেল টিমে বিভক্ত হয়ে পালংখালীর দক্ষিণ সীমানার ময়নার কোন শরণার্থী ক্যাম্পে সারাদিন রোগেী দেখেন এবং রোগীদের সব ধরণের ঔষধ বিনামূল্যে সরবরাহ করেন।
উক্ত টিমগুলোর সাথে জমজম হাসপাতালের পরিচালক জালাল আহমদ, পরিচালক জাবের আহমদ চেয়ারম্যান ও পরিচালক শহিদুল ইসলাম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ফ্রি মেডিকেল টিমে রোগীদের চিকিৎসাকালীন দেখা যায় এখনো অনেক আহত নারী ও শিশুদের শরীরে বিভিন্ন ¯’ানে বুলেটের ক্ষত শুকায়নি। অনেকের জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা না দিলে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মায়ানমার সেনাবাহিনীর গন ধর্ষণের শিকার অনেক নারী ডাক্তারদের নির্যাতনের যে লৌমহর্ষক বর্ণনা দিয়েছে তা যে কোন বিবেকবান মানুষ বিচলিত না হয়ে পারবে না। এছাড়া এখনো শরণার্থী ক্যাম্পগুলোতে স্যানিটেশন ও চিকিৎসার মারাত্মক ঘাটতি রয়েছে। অর্ধেক মানুষের এখনো আবাসনের কোন ব্যবস্থা হয়নি। অর্থ সম্পদশালী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে অসহায় মানুষগুলোর জীবন রক্ষার্থে এগিয়ে আসার জন্য ব্যব¯’াপনা পরিচালক মোঃ গোলাম কবির উদাত্ত আহবান জানান। #