এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় দুর্নীতির বিরুদ্ধে একসাথে.. শ্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৯ ডিসেম্বর টিআইবির সহযোগি প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যলি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালির উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।
র্যালি শেষে উপজেলা পরিষদে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সনাক-দুপ্রক নেতৃবৃন্দ, ইয়েস সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণের স্বতঃফূর্ত অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন। সঞ্চালনায় ছিলেন দুপ্রক সভাপতি মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত, চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলে সক্রিয় ভূমিকা পালন করলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। তবে দুর্নীতির প্রবণতা বন্ধে সবার আগে সকলকে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দূনীতির বিরোধী এই আন্দোলন বেগবান করতে শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। যাতে জীবনের শুরুতেই আগামীর দেশ গড়ার কারিগর নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে পারে। তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন সরকারী উদ্যোগে প্রথমবারের মত দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। ইতোমধ্যে সরকার দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ধরনের আইন প্রণয়নের পাশাপাশি তথ্য অধিকার আইন-২০০৯ পাশ করেছে। এই আইনের মাধ্যমে সাধারণ জনগনের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সেবার তথ্য জানার সুযোগ তৈরী হয়েছে। তিনি দুর্নীতি প্রতিরোধে সবাই সো”ছার হওয়ার আহবান জানান। এদিকে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার পাশাপাশি চকরিয়া ইয়েস গ্রুপের উদ্যোগে থানা সেন্টারে দিনব্যাপি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা প্রদান এবং শাহ উমরাবাদে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শনের ব্যাবস্থা নেয়া হয়েছে।