বিশেষ প্রতিবেদক : বর্তমানে কক্সবাজার জেলা পরিষদ সদস্য, সাবেক টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিক মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৩মার্চ বিকালে ঢাকা ইউনাইটেড হাসপাতালের প্রফেসর মমেনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হবে। এই জননেতার দ্রুত সুস্থতার জন্য রাজনৈতিক সহকর্মী, নেতাকর্মী, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের নিকট পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আহবান জানানো হয়েছে।