ফারুক আহমদ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আদেশ অমান্য করে বিরোধীয় জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শহরের ফায়ার সার্ভিস এÐ সিভিল ডিফেন্সের সামনে ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রভাবশালী মহল শ্রমিক দিয়ে এ ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। সচেতন নাগরিক সমাজের মতে, কউকের আদেশ অমান্য করে বিরোধীয় জায়গায় ভবন নির্মাণ নিয়ে সৃষ্টি হওয়া উদ্বুদ পরিস্থিতি নিরসনে এবং আইনশৃঙ্খলা যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ জরুরী হয়ে পড়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, কক্সবাজার পৌরসভার দক্ষিণ তারাবনিয়ারছড়ার আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী ফায়ার সার্ভিসের সামনে ভবন নির্মাণ শুরু করলে এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করা হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে কউক উভয়পক্ষের শুনানী শেষে এক আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নালিশী জায়গায় ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়। যার তপশীল, মৌজা-কক্সবাজার, জেএল নং-১৬, আর.এস দাগ নং- ১৮১০, ১৮১১ ও ১৮১২, এস.আর.আর ৩১১৫, বি.এস দাগ নং- ৬৯৮০, ৬৯৮১, জমির পরিমাণ- ০.০৬২৫ একর।
এদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো: আব্দুস সোবহান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরও উল্লেখ করেন, আলহাজ্ব রফিকুল আলম চৌধুরীর পক্ষে নালিশী জায়গার বিষয়ে নিষ্কন্টক কোন প্রত্যায়নপত্র দাখিল করতে পারেনি। তাছাড়া নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ কর্তৃক তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আরও দেখা যায়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাড়ি বা ভবন নির্মাণে কোন নকশা অনুমোদন করা হয়নি। এমতাবস্থায়, সার্বিক বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিরোধীয় জায়গায় নির্মানাধীন ভবনের কাজ বন্ধ রাখতে আলহাজ্ব রফিকুল আলম চৌধুরীকে লিখিতভাবে জানানো হয়। যার স্মারক নং- কউক/২০১৬/৩৭, তারিখ- ৩০ অক্টোবর-২০১৬।
অভিযোগে প্রকাশ, কিছু দিন নির্মাণ কাজ বন্ধ রাখার পর গত কয়েকদিন ধরে শ্রমিক দিয়ে পুন:রায় বহুতল ভবনের নির্মাণ শুরু করেছে। কউকের আদেশ অমান্য করে বিরোধীয় জায়গায় বহুতল ভবনের নির্মাণ কাজ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।