এডঃ আমজাদ হোসেন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিজ্ঞ সিনিয়র এডভোকেট জনাব আমজাদ হোসেন অদ্য ২৪ জুন ২০১৯ইং দুপুর ৩.০০ মিনিটের সময় হৃদক্রীয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বৎসর।

অদ্য ২৪ জুন ২০১৯ইং খ্রিস্টাব্দ বাদ মাগরিব কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা এবং আগামীকাল সকাল ১০ ঘটিকার সময় চকরিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি,বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিজ্ঞ সিনিয়র এডভোকেট জনাব আমজাদ হোসেন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।