চকরিয়া বদরখালী-মহেশখালী সড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে যাত্রী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার চিরিঙ্গা বদরখালী-মহেশখালী সড়কে একটি ডাম্পার ট্রাক গাড়ির ধাক্কায় সিএনজি অটোক্সিা উল্টে এক যাত্রী নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সড়কের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশনের পূর্ব পাশে ঘটেছে এ দুর্ঘটনা।
নিহতের নাম গিয়াস উদ্দিন ভূট্টো (৪৫)। তিনি মহেশখালীর কালানমারছড়া ঝাপুয়া গ্রামের মোক্তার আহমদ চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামের নুরুল আলমের নুর মোহাম্মদ (৩৬), মৃত উমর আলীর পছেলে জাফর আলম (৪৫), নুর মোহাম্মদের ছেলে জাহেদুল ইসলাম (৬), একই ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র লেদু মিয়া (৬০)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ যুবাইরের কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সান ফ্লাওয়ার লাইফ ইনসিওরেন্সের চকরিয়া শাখার কম্পিউটার কর্মকর্তা মো.গিয়াস উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। আরও শোক প্রকাশ করেন, চকরিয়া সান ফ্লাওয়ার লাইফ ইনসিওরেন্স ইনচার্জ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, মহিলা কাউন্সিলার রাশেদা বেগম, মনির উদ্দিন, নিগার সুলতানা এ্যানি, খোরশেদ আলাম মুবিনুল ইসলাম নওশেদ। তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ##