হ্নীলা বাসষ্টেশনে মাদক বিরোধী মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / ফরিদুল আলম : টেকনাফের হ্নীলায় মাদক বিরোধী মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা টেকনাফে সন্ত্রাস ও মাদক দমনে ওসি প্রদীপ কুমার দাশের বিকল্প নেই বলে অভিমত প্রকাশ করে পুরো টেকনাফকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

৩০ আগস্ট (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা বাসস্টেশনের প্রধান সড়কে এই মাদক বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুরুল হুদা, হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক আবুল কালাম, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, হ্নীলা ইউপি মেম্বার ফরিদুল আলম, বশির আহমদ, সাবেক মেম্বার ছালেহ আহমদ, হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মৌলানা শাকের আহমদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হ্নীলা ব্যবসায়ী সমিতির সহসভাপতি বাহাদুর শাহ তপু, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জাফর আলম সাদেক, ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মুফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনী, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওয়াজ করিম প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া মানব বন্ধনে বক্তারা টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে আক্রোমূলক সংবাদ প্রকাশ করায় তীব্র সমালোচনা করে বলেন,একটি মাদক সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ীর ঘরে ঘরে হানা দেয়ায় মাদক কারবারিরা মোটা অংকের বিনিময়ে ওসির পিছু লেগেছে। এমন ওসি টেকনাফ না আসলে আজ টেকনাফে মাদকের আরো ভয়াবহ রূপ ধারন করতো। ওসি প্রদীপ কুমার দাশের ভয়ে মাদক কারবারিরা পালিয়ে বেড়াচ্ছে। অনেকে আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে। মানব বন্ধনে ওসি প্রদীপ কুমারের ভূঁয়সী প্রশংসা করেন অংশ-গ্রহণকারীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে হ্নীলা ইউপি চেয়ারম্যান, মাদক নির্মূল কমিটি, হ্নীলা ইউনিয়ন যুবলীগ, হ্নীলা ব্যবসায়ী সমিতি, হ্নীলা কর্মচারী সমিতি, হ্নীলা নির্মাণ শ্রমিক সমিতি, হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতি, হ্নীলা টমটম চালক শ্রমিক সমিতিসহ সর্বস্তরের ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে এই মানব বন্ধনে অংশ গ্রহন করেন। ###