হোয়াইক্যংয়ে দু’পক্ষের গোলাগুলিতে মাদক কারবারী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী জনপদে মাদক কারবারী দু’পক্ষের গোলাগুলিতে এক মাদক কারবারী ও সেবীর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এলজি, কার্তুজ, খোসা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ২০এপ্রিল ভোররাতে উপজেলার হোয়াইক্যং পশ্চিম কাঞ্জর পাড়া পাহাড়ী জনপদে মাদক কারবারী দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় আব্দুর রহমানের পুত্র, খুচরা মাদক ব্যবসায়ী ও সেবী শাহাবুদ্দিন (৩২) এর রক্তাক্ত ও গুলিবিদ্ধ মৃতদেহসহ ২টি দেশীয় তৈরী এলজি, ৭রাউন্ড তাজা কার্তূজ, ৯টি খালী খোসা ও ২হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করে। মৃতদেহটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার রাকিবুল ইসলাম খান জানান, ভোররাতে উক্ত এলাকায় মাদক ও সন্ত্রাসী দু’গ্রুপের মধ্যে গুলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পাহাড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে দেশীয় এলজি,তাজা বুলেট, খোসা ও ইয়াবা উদ্ধার করে। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষ একটি মামলার প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় একাধিক সুত্রের দাবী নিহত মাদক কারবারী শাহাব উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে খুচরা মাদক বিক্রি ও দল বেঁধে সেবন করে আসছিল। সাধারণ কেউ তার এই অপকর্মের প্রতিবাদ করলে হামলা ও হুমকি অব্যাহত থাকত। এই শাহাব উদ্দিন দু’পক্ষের গোলাগুলিতে নিহতের পর বিভিন্ন মুখোশের আড়ালে থাকা মাদক কারবারীরা এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আশ্রয়-প্রশ্রয় দাতাদের সাথে মোটাংকের মিশন নিয়ে তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। এলাকার মাদক বিরোধী সচেতন মহলের দাবী, কম্বনয়িা পাড়া, বৃহত্তর মহেশখালীয়া পাড়া, কাঁচার পাড়া, সাতঘরিয়া পাড়া, নয়াবাজার, মিনা বাজার, ঝিমংখালী, নয়াপাড়া, কাঞ্জরপাড়া, কুতুবদিয়া পাড়া, ঊনছিপ্রাং, লম্বাবিল, হোয়াইক্যং, খারাইংগ্যাঘোনা, বালুখালী পাড়া, উলুবনিয়া, তুলাতলী ও কেরুনতলীর মাদক কারবারী বর্ণচোরেরা যতই মুখোশের আড়ালে থাকুক না কেন প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।